সাইফুল ইসলামঃ
যশোরসহ সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। যশোর সদর উপজেলার দুটি সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে মোট ৪৮০ আসন শূন্য রয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এ আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ৮ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
যশোর শিক্ষা অফিস সূত্রে জানাযায়, যশোর সদর উপজেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দুই শিফটের প্রতিষ্ঠান যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে আসন খালি না থাকায় শুধুমাত্র তৃতীয় শ্রেণিতে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে।
এদিকে, সরকারি নিদের্শনা অনুযায়ী সরকারি স্কুলের কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের ভর্তি উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। তাদের অনলাইনে ভর্তির আবেদনের প্রয়োজন নেই। স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নাম পাঠিয়ে দিলেই সেই শিক্ষার্থী সংরক্ষিত আসনে ভর্তি হতে পারবে। সেই অনুযায়ী যশোর জিলা স্কুলের ৩য় শ্রেণিতে প্রভাতী ও দিবা শাখা মিলে আসন সংখ্যা ২৪০টি। এই দুই শিফটে সংরক্ষিত আসন ২টি করে মোট ৪টি আসন। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০টি আসনের বিপরীতে সংরক্ষিত আসন প্রভাতীতে ৩টি এবং দিবা শাখায় ২টি মোট ৫টি।
যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, ‘মর্নিং ও ডে শিফট মিলে প্রতিষ্ঠানের ৩য় শ্রেণিতে ২৪০টি আসন আছে। তবে স্কুলের কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের ভর্তি উপযুক্ত সন্তানের জন্য ৪টি আসন সংরক্ষিত আছে। বাকি ২৩৬টি আসনের বিপরীতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ চলছে।’
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরীন সুলতানা বলেন, ‘করোনার জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। দীর্ঘদিন পরে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে ৬ষ্ঠ শ্রেণিতে আসন খালি না থাকায় শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারবেন অভিভাবকরা।’