তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা সর্বমোট ৯৯ ভোট পেয়েছেন।
আলোচিত ওই চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় হলেও বাকি ৫টিতে চরম ভরাডুবি হয়েছে। এর মধ্যে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৯৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, কৈয়ারবিল ইউনিয়নে ১৩ হাজার ৬৮২ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৯৯৯ জন ভোটার ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মক্কি ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজল হোসেন চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩১৭।
ইউনিয়নে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল বকেয়া রেখা পেয়েছেন ৯৯ ভোট।
উপজেলার ১০ জন নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে সবচেয়ে কম সংখ্যক ভোট পাওয়ার বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা যুগান্তরকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নির্বাচনে নৌকার বিরোধিতা করায় ফলাফল বিপর্যয় হয়েছে।