সাইফুল ইসলামঃ
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বেসরকারিভাবে নির্বাচিতরা হয়েছেন ডিহি হোসেন আলী স্বতন্র, লক্ষণপুর আনোয়ারা বেগম (নৌকা ), বাহাদুরপুর মফিজুর রহমান (স্বতন্ত্র ),গোগা তবিবর রহমান তবি (স্বতন্ত্র ), কায়বা আলতাফ হোসেন (স্বতন্ত্র ), বাগআঁচড়া আ:খালেক (স্বতন্ত্র ) উলাশী রফিকুল ইসলাম (নৌকা ),নিজামপুর বিপুল হোসেন (স্বতন্ত্র )
পুটখালী ইউপিতে আ: গফফার নৌকা ) এবং শার্শা ইউপিতে কবির উদ্দিন তোতা।
বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কাস পার্টির প্রার্থী সব্দুল হোসেন খান পুনরায় নির্বাচিত হয়েছেন। রায়পুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রশীদ স্বপন পূনরায় নির্বাচিত হয়েছেন।
যারা নির্বাচিত হলেন- জোহরপুর ইউনিয়নে আসাদুজ্জামান মিন্টু (নৌকা ),বন্দবিলায় সব্দুল হোসেন খান (হাতুড়ী ), রায়পুরে মঞ্জুর রশীদ স্বপন (আনারস ), নারিকেল বাড়িয়ায় বাব্লু কুমার সাহা (নৌকা ), দোহাকুলায় অহিদুর রহমান আবু মোতালেব (নৌকা ), দরাজহাটে জাকির হোসেন (নৌকা ) ধলগ্রামে রবিউল ইসলাম রবি (নৌকা ),জামদিয়ায় আরিফুল ইসলাম তিব্বত (নৌকা ) ও বাসুয়াড়ী ইউনিয়নে আমিনুর রহমান সরদার (নৌকা ) নির্বাচিত হয়েছেন।
মনিরামপুর উপজেলায় বেসরকারিভাবে পাওয়া তথ্যমতে, ১৬ ইউনিয়নের মধ্যে ৯ জন নৌকার, ৫ জন বিদ্রোহী এবং ২ জন স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়ী হয়েছেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে পাওয়া তথ্যমতে, মণিরামপুরে নির্বাচিতরা হলেন, রোহিতায় হাফিজ উদ্দিন (নৌকা), কাশিমনগরে তৌহিদুর রহমান (নৌকা), ভোজগাতীতে আব্দুর রাজ্জাক (মোটরসাইকেল), ঢাকুরিয়ায় আইয়ুব গাজী (আনারস), হরিদাসকাটিতে আলমগীর কবীর লিটন (আনারস), মণিরামপুর সদরে স্বতন্ত্র নিস্তার ফারুক (চশমা), খেদাপাড়ায় আব্দুল আলিম জিন্নাহ (নৌকা), ঝাঁপায় শামছুল হক মন্টু (নৌকা), মশ্বিমনগরে আবুল হোসেন (নৌকা), চালুয়াহাটিতে আব্দুল হামিদ সরদার (চশমা), শ্যামকুড়ে আলমগীর হোসেন (নৌকা), খানপুরে সিরাজুল ইসলাম (ঘোড়া), দুর্বাডাঙ্গায় গাজী মাজহারুল (নৌকা), কুলটিয়ায় শেখর চন্দ্র (নৌকা), নেহালপুরে ফারুক হুসাইন (নৌকা) ও মনোহরপুরে স্বতন্ত্র আক্তার ফারুক মিন্টু (আনারস)।