৩০নভেম্বর কলারোয়ার কেঁড়াগাছি ইউপির স্থাগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থাগিত হওয়া সেই ভোট মঙ্গলবার ৩০নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা রিটারিং অফিসার রফিকুল ইসলাম ও প্রিজাইডিং অফিসার শেখ ইমরান হোসেন জানান-কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করলেও স্থাগিত কেন্দ্রটিতে মূলত স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দি¦তা চলছে।

ভোটে বেশ পিছিয়ে আসেন নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস প্রতীক) ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন (মোটরসাইকেল প্রতীক)। স্থাগিত কেন্দ্র ব্যতিত অন্য ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন হাবিল আনারস প্রতীক নিয়ে ৯৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। স্থাগিত হওয়া কেন্দ্রের ২১১১ ভোট। পুরুষ ভোটার-১০৭০ ও মহিলা ভোটার-১০৪১ জন। উল্লেখ্য-৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (স্বতন্ত্র-আনারস প্রতীকের প্রার্থী)-৪৬৯৩ ভোট, মারুফ হোসেন (স্বতন্ত্র-মোটরসাইকেল প্রতীকের প্রার্থী)-৩৭৫৯ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন-৩২৮৪ভোট। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ২/৩ ওয়ার্ডে ছাবিলা খাতুন (মাইক প্রতীকের প্রার্থী)-১৯০৯ ভোট, মাফুজা খাতুন (কলম প্রতীকের প্রার্থী)-২৪৬ভোট, আকলিমা খাতুন (বক প্রতীকের প্রার্থী)-৬৯৯ ভোট, রুবিনা খাতুন (হেলিকাপ্টার প্রতীকের প্রার্থী)-১১২ভোট। এছাড়া সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডে পুরুষ সদস্য তৌহিদুজ্জামান মোরগ প্রতীকের প্রার্থী ও মুনছুর আলী বিশ্বাস (ফুটবল প্রতীকের প্রার্থী) রয়েছেন। কাল মঙ্গলবার ৩০নভেম্বর কেঁড়াগাছির স্থাগিত হওয়া কেন্দ্র- ১নং ওয়ার্ড কেড়াগাছি উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্র এলাকায় চারাবাড়ী-৪০৪ ও কেঁড়াগাছি-১৭০৭ ভোটার রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠি হবে। এদিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেন হাবিল অভিযোগ করে বলেন- অন্যন্যে প্রার্থীরা ভোট কেন্দ্র এলাকায় বহিরাগত লোকজন এনে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে পারে সে জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া থানা ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে লিখিত ভাবে অভিযোগে দিয়েছেন।

Check Also

কলারোয়ায় জাল টাকা ছাপানো মেশিন ও ২৪ হাজার ৫শ জাল টাকাসহ দুই ব্যক্তি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ছাপানো মেশিন এবং ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।