সুন্দর জীবন গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই: এমপি রবি

স্টাফ রিপোটার: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। সাধার শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। তাই বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বাস্তব সস্মত পদক্ষেপ গ্রহণ করেছে। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন থেকে উঠে এসে সাধার ছাত্রীরে মাঝে নেমে আসেন এমপি মীর মোস্তাক আহমেদ। ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রশ্ন করেন তিনি। বলেন “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। মাদ্রাসার সুনাম রক্ষার্থে মেধার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করা দরকার। এসময় মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও গল্প শোনান তিনি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।”
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মো. আবুল কাশেম, আলহাজ্ব মাস্টার আব্দুল মজিদ, মো. আব্দুল জলিল খোকন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার শিক্ষক সাংবাদিক আবু সাইদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, মাদ্রাসার শিক্ষক শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী তাওফিকা সিদ্দিকা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ২২জন আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ আবুল হাসান।
ক্যাপশন : সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মাদ্রাসার সভাপতি।
ক্যাপশন : সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে ক্রেস্ট প্রদান করছেন মাদ্রাসার অধ্যক্ষ।
আবু সাইদ বিশ্বাস

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।