সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি বিষয়ে কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের গুরুত্ব, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা। এই প্রশিক্ষণে জেলার ৭৫জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন প্রকল্প পরিচালক ড. ইকরাম উল হক, উপ-প্রকল্প পরিচালক ড. রেজা মো: ইমন।

বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তারের সভাপতিত্বে বিনা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, মশিউর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা অমল কুমার ব্যানার্জী ও পান্নালাল বিশ্বাস।

কর্মসূচি থেকে কৃষক কৃষাণীরা জেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।