মেহেদী হাসান, আশাশুনি (সাতক্ষীরা):- আশাশুনি টু সাতক্ষীরা সড়কের সরকারি প্রাইভেট (ডাবল টেবিল পিকআপ) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরহি দুজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সড়কের নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলা কৃষি অফিসের সরকারি গাড়ী (ডাবল টেবিল পিকআপ) ঢাকা মেট্রো-ঠ-১৩-১৮৮৫ আশাশুনি থেকে সাতক্ষীরা যাচ্ছিল। নওয়াপাড়া গ্রামে জফফার সরদারের দোকানের সামনে পৌছে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় সামনের দিক থেকে দ্রুত গতির মোটর সাইকেল সামনে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেল ও চালক পিক আপের তলায় চলে যায়। মটর সাইকেলটি চূর্ণবিচূর্ণ ও চালক গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত মটর সাইকেল চালক মোটর মেকানিক আলতাফ হোসেনকে উদ্ধার করেন। মটর সাইকেল যাত্রী মেহদী ছিটকে পড়ায় কাটাছেড়া আহত হন। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং গুরুতর আহত আলতাফকে দুর্ঘটনা কবলিত পিকআপে করে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …