সাতক্ষীরায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিদ্দিকুর রহমান (সাতক্ষীরা):- মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক ৩৮২ জন গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং রোগ নির্ণয় করে তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বিজিবি অধিনায়ক এ সময় বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে।

পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।