মোঃ মনির হোসাইন, কৈখালী (শ্যামনগর): ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারি বৃষ্টি হওয়ায় বিপকে পড়েছে উপকূলের কৃষক। অসময়ের এই ভারী বর্ষণের ফলে সবজিসহ হাজার হাজার বিঘা জমির আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
গত ৪ ডিসেম্বর হতে বৃষ্টি অব্যাহত থাকায় কর্তণকৃত আমন ধান পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ভুক্তভোগী কৃষকরা জানায়, অসময়ের এই বৃষ্টির কারনে তারা সবদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৈখালী এলাকার রেজাউল করিম খোকন, ইমাম হোসেন, আব্দুল আলিম সহ অনেকে জানান তাদের ২০/৩০ বিঘা ফসলে জমিতে ধান কর্তন করে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ ভারী বর্ষণের কারণে তারা মাঠ থেকে ধান বাড়িতে উঠাতে পারিনি।
তারা আরও জানান, তাদের কর্তনকৃত ফসল জমির মধ্যে পানিতে ডুবে থাকায় ধান ও খড় সবগুলোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারী বর্ষণের ফলে সবজি চাষেও মারাত্মক ভাবে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। অধিকাংশ সবজির খেতে সবজি পানিতে ডুবে পঁচে নষ্ট হতে দেখা যাচ্ছে। এলাকাবাসি জানায় এমনভাবে যদি এখনো ভারী বৃষ্টিপাত অব্যহত থাকে তাহলে অবশিষ্ঠ কোন কিছুই আর ঘরে তুলতে পারবে না তারা।