দেশের ১ম শত্রুমুক্ত জেলা যশোর

রাসেল হোসেনঃ

আজ ৬ই ডিসেম্বর।১৯৭১সালের এইদিনে তৎকালিন পাকিস্তানী হানাদার বাহীনির দমন নির্যাতন আর নরপশুদের অপ্রত্যাশিত আচরনের ফলে গঠিত জাতীর বীরসন্তান মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রথম মুক্ত হয় দেশের ঐতিহ্যমন্ডিত ও ঐতিহাসিক জেলা যশোর।১৪১৮সালে খানজাহান আলী যশোরের শাসক হিসাবে আগমন করে যশোরকে ঐতিহ্যমন্ডিত করে একটি সমৃদ্ধিশীল নগরীতে রুপ দেন।১৫৭৬সালে রাজা বিক্রমাদিত্য ও বসন্ত রায় তৎকালিন যশোহরকে জমিদার রাজ্যে উত্তীর্ণ করেন।১৮৬৪ সালের ১ আগস্ট গঠিত হয় যশোর পৌরসভা।যেটা কলকাতার পরেই স্থানকালীন প্রথম।১৮৬৮ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম ইংরেজি দৈনিক অমৃতবাজার যশোর থেকে প্রকাশিত হয় যা তৎকালীন সময়ে ব্যাপক প্রভাব ফেলে।১৯০৮ সালে ডাকবিভাগ চালূ হয়।১৯৫০সালে যশোরে বিদ্যূৎ ব্যবস্থার প্রচলন।১৯৬৩ সালে দেশের অন্যতম শিক্ষাবোর্ড যশোর প্রতিষ্ঠিত হয়।এর ধারাবাহিকতায় যশোরকে একটি প্রতিষ্ঠিত জনপদ বলা হয়েছে।১৯৭১সালের এইদিনকে স্মরনকরছি রিক্ত হস্তে।আজকের এই বিজয়ের ক্ষনকালে একটি সমৃদ্ধিশীল ও বাকস্বাধীনতাযুক্ত সমাজ সবার একান্ত কাম্য।বাঙালীজাতী বিকশিত হোক নিজ সংস্কৃতিতে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।