আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল আনন্দঘন পরিবেশে শনিবার সকালে ঘোষনা করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির গভারনিং বডির সভাপতি ডা.আবুল কালাম বাবলা। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি ডা.আবুল কালাম বাবলা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় লেখাপড়ার মান যে কোন সময়ের চেয়ে বর্তমানে বেশ ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচষ্টা অব্যহত রাখছি। ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়ায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা সফরের মাধ্যমে দেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য এবং বাঙ্গালি জাতিকে জানার প্রচেষ্টা অব্যাহত আছে।মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টিরও প্রত্যাশা করেছেন অধ্যক্ষ মো: রুহুল আমিন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।