একাত্তরের বর্বরতার জন্য পাক হানাদারদের বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ রাসেল হোসেন, যশোর প্রতিনিধিঃ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে গণহত্যা চালানো এবং বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যাকারী পাকিস্তান সেনাবাহিনীর বিচারের দাবিতে যশোরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান এই গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করে। এক মাস ধরে এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে। আজ সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

রাঙা প্রভাত যুবকল্যাণ সংস্থার সভাপতি শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিবাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাইদ বুলবুল, যশোর জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়না, রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাকিব উদ দৌলা শুভ্র, রাঙা প্রভাত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফাতেমা বেগম, সম্পাদিকা সৈয়দা তাহেরা জান্নাত প্রমুখ

Check Also

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।