শার্শায় বালুবাহী ট্রাকের চাপায় শিশু নিহত

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শার কন্যাদহ গ্রামে একটি বালুবাহী ট্রাকের চাপায় তামিম ইকবাল নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।

১৪ডিসেম্বর মঙ্গলবার সকালে রামপুর-কন্যাদহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তামিম ইকবাল উপজেলার কন্যাদহ গ্রামের কোরবান আলীর ছেলে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে কন্যাদহ বাজারে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Check Also

চোর সন্দেহে যুবককে গণপিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল এলাকায় গণপিটুনি দিয়ে সহোদর দুই ভাইক হত্যা করা হয়েছে। সোমবার রাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।