আব্দুল্লাহ, শার্শা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় শার্শার বাগআঁচড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫০ তম মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বাগআঁচড়া বাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সুর্য সন্তানদের।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাগআঁচড়া নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক ও কায়বা ইউনিয়ন নব- নির্বাতিত চেয়ারম্যান আলতাফ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করাসহ বিজয় র্যালী হয়।
পরে র্যালীটি বাজার প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া হাইস্কুল মাঠে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার গৌসামীর সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কুরবান আলী,ইউপি সদস্য আসাদুল ইসলাম,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক মাহমুদ ধাবক,বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম,ইউপি সদস্য শামিম কবির,আব্দুল মান্নান,কামরুল ইসলাম,মতিয়ার রহমান,শার্শা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান হাই,যুবলীগ নেতা কামরুল ইসলাম শামীম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন চঞ্চল,কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান শুভ, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পিসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মি বৃন্দ।
এছাড়া বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এ্যাসোসিয়ন, বাগআঁচড়া আলোর পরশ ডোনেন সোসাইটি, বাগআঁচড়া কলেজ,বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়,বাগআঁচড়া গার্লস স্কুল,কুলবাড়ীয়া বিকেএস মাধ্যামিক বিদ্যালয়,কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাব সহ বিভিন্ন সংগঠন র্যালী,পূষ্পস্থাবক অর্পণসহ মহান মুক্তিযুদ্ধে শহীদের স্বরনে দোয়া ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।