মোল্লাহাটে কালেরকন্ঠ শুভসংঘের কম্বল বিতরণ

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা কম্বল বিতরণ করেছে।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় মোল্লাহাট প্রেসক্লাব এর সামনে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা এই আয়োজন করে।এ সময় ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ মেহফুজ রচা।

আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, থানা পুলিশের এস আই মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, শিশু কিশোর কিশোরী কার্যালয়ের সভাপতি সজীব কুমার সরকার প্রমূখ।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।