দেবহাটা প্রতিনিধি :- দেবহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী ৮দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পারুলিয়া শহীদ আবুল কাশেম পার্কে স্কাইলার সংঘের আয়োজনে ওরিয়েন্ট ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ওরিয়েন্ট ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, দেবহাটা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, নব-নির্বাচিত ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসন, মাসুম বিল্লাহ, তরুন দাস, তরুন বিশ্বাস, নাজমুল হুদা, আবু রায়হান প্রমুখ। উদ্বোধনীয় খেলায় খেজুরবাড়িয়া ফুটবল একাদশ ও সুবর্ণাবাদ ফুটবল একাদশ অংশ নেন।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …