ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জন্মগত ঠৌঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রী রোগী দেখা অপারেশন ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় হাসপাতাল ভবনে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী হাসপাতালের এ্যাকাউন্টস অফিসার শেখ শরিফুল আওয়াল, ক্লেপ্ট বাংলাদেশের সহকারী সার্জন ডাঃ জিয়াউল হক মাছুম, জার্মান চিলড্রেন এইড সোসাইটির কান্ট্রি ম্যানেজার সফওয়ান রাফি। ক্যাম্পে বার্ণ ও প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. কামরুজ্জামান ও এনেস্থিসিয়া ডাঃ হাসিনা বেগমের নেতৃত্বে ১৩ জন শিশু বাচ্চার অপারেশন করা হয়।