মো: রাসেল হোসেন, যশোর প্রতিনিধি: নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। আজ চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। কিছু দিন আগে খুলনা মহানগর ও জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে রাখা হয়নি নজরুল ইসলাম মঞ্জুকে। তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম মঞ্জু। উল্লেখ্য অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ছোট ছেলে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …