নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে, নিহত ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন-নুরু (৪০), কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা ও মনির (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শাহ জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টায় ১নং রেলগেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। প্রচন্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি।
এ সময় ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের মুখে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।