বাগেরহাটে গ্রিল ভেঙে ডাকাতি ও ধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল খুলে ডাকাতি ও গৃহিণীকে গণ-ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহিণীকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুণ হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙ্গে ৮-১০জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুণ ও তার স্ত্রীকে(৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণ-ধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু হয়েছে।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।