শ্যামনগর প্রতিনিধি: চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের ২টি’তে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার আটুলিয়া ও রমজাননগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদের জন্য লড়ে তারা জামানত হারিয়েছেন। আলোচিত এ দুই প্রার্থীর অন্যতম হলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। এছাড়া জামানত হারানো অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ(রাঃ বিঃ) নেতা রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহানুর আলম।
নৌকার প্রার্থীদ্বয়ের জামানত হারানো ঐ দুই ইউনিয়নের মধ্যে আটুলিয়াতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ বাবু (উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে)। দলীয় মনোনয়ন না চাওয়া বর্তমান ঐ চেয়ারম্যান (১০৮৫৫) প্রায় ২৮শ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থক প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় আটুলিয়া ইউনিয়নে ২০৮০৭ ভোট পড়লেও আওয়ামী লীগের প্রার্থী গাজী কামরুল ইসলাম মাত্র ৬৯৩ ভোট পেয়েছেন। একইভাবে রমজাননগরে মোট ১৫০২৬ ভোট গণনা সত্ত্বেও নৌকার প্রার্থী পায় মাত্র ৬৯৫ ভোট।
উল্লেখ্য রমজাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকবর আলীকে ৭ শতাধিক ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন। ইউনিয়ন আওয়ামী লীগের এ নেতার পাশাপাশি কাশিমাড়ী ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সম্প্রতি বহিস্কার হন গাজী আনিছুজ্জামান আনিচ।
উপজেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাই বিদ্রোহী প্রার্থী হয়ে বহিস্কার হওয়া সত্ত্বেও তারা নির্বাচনে ভাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়াতে গত ২৪ ডিসেম্বর ঐ দুই নির্বাচিত নেতাসহ ৮ জনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।