অগণিত মানুষের অশ্রæ ঝরিয়ে ফুলেল শোভাযাত্রায় অন্তিম শয়ানে শায়িত হলেন সাতক্ষীরার দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক একেএম আনিছুর রহমান। সোমবার দুপুরে শহরে কারিমা হাইস্কুল প্রাঙ্গনে স্মরণকালের এক বৃহৎ জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে কুখরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মসজিদের উত্তর পাশে। এর মধ্য দিয়েই সাঙ্গ হলো মাত্র ৫৬ বছর বয়সের এক প্রতিষ্ঠিত সম্ভাবনাময়ী সম্পাদক ও ব্যবসায়ীর জীবন। জানাযা নামাজে মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, একেএম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজনসহ সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
এর আগে রোববার দিবাগত রাত সোয়া তিনটায় নিজের বাস্তুভিটা স্পর্শ করেন দুবাই থেকে আকাশ ভেদ করে আসা একেএম আনিসুর রহমান। এসময় সর্বস্তরে মানুষের চক্ষু সিক্ত হয়ে ওঠে। শোকাবহ পরিবেশে কুখরালি এলাকার বাতাস হয়ে ওঠে ভারী। দীর্ঘ সময় নিজ বাসভবনে তার দেহ রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় একই এলাকার নতুন বাড়িতে। এসময় থেকে শুরু হয় প্রয়াত একেএম আনিছুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচী। অ্যাম্বুলেন্সের হিমঘরে থাকা একেএম আনিসুর রহমানকে অন্যান্যের মধ্যে আরও শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের পক্ষে আহবায়ক যুগান্তর এনটিভির সুভাষ চৌধুরী, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, সময়ের কাগজের আমিরুজ্জামান বাবু সহ অগনিত ভক্ত ও শুভাকাঙ্খীরা।
জানাযা নামাজ শেষে একেএম আনিছুর রহমানের মরদেহে পূষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে বেলা ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ একেএম আনিছুর রহমানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একেএম আনিছুর রহমান মৃত্যুবরণ করেন। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। সোমবার দুপুর ২টায় মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। একেএম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে।