মোংলা পোর্ট পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় মোংলা পোর্ট পৌরসভার কনফারেন্স রুমে এই শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়।

শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, বিদ্যুতায়ন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার নিয়ে আলোকপাত করা হয়। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এসব সংস্কার কাজ কিভাবে করবেন তার বর্ণনা দেন। সম্বলিত সকলকে নিয়ে পৌর উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব অমল কৃঞ্চ সাহ সহ কাউন্সিলরা।

শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সভায় পৌর পরিষদের সকল কাউন্সিলরগণ, পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকার রাজনৈতিক সামাজিক ও পেশাজিবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।