স্টাফ রিপোটার: এবার সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় দাখিলে প্রকাশিত ফলাফল ২১ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির এ বছর পাসের হার শতভাগ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ছাত্রীদের ফলাফল জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন। অধ্যক্ষ জানান, সাধারণ বিভাগে পাস করেছে ১৬ জন, এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ জন ও বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ জন। এছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৮জন ‘এ-’ পেয়েছে ৫ জন,‘বি’ পেয়েছে ২ জন ও ‘সি’ পেয়েছে ১ জন।
করোনার সময় পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা তুলে ধরে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, আমার মনে হয়েছে এবার পরীক্ষা দিতে গিয়ে অনেকের হাত কেঁপেছে, দীর্ঘদিন করোনার কারণে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা কিছুটা অনভ্যাসে পরিণত হয়েছিলো, যার কিছুটা প্রভাবও পরীক্ষায় পড়েছে, তাছাড়া আরও ভালো ফলাফল হতো।তবে বেশির ভাগ ছাত্রীদের বিয়ের পিড়িতে বসতে হওয়ায় এবারের পরীক্ষায় অংশ নেওয়াতে অনেকটায় বেগ পেতে হয়ে ছিল।