মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ইটাগাছা আর এইচ ডি (উপজেলা হেডকোয়ার্টার) ঘোনা ইউপি সড়কে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) দুপুরে পৌরসভার ০৭নং ওয়ার্ডের রইচপুর এলাকায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্ব্ েপ্রধান অতিথি ফলক উন্মোচন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ০০০১ নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওয়ায় চুক্তি মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ ২১ হাজার ৩০৩ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে ইটাগাছা আর এইচ ডি (উপজেলা হেডকোয়ার্টার) ঘোনা ইউপি সড়কে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …