যশোরের বসুন্দিয়ায় আবারও চেয়ারম্যান হলেন মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল

নিজস্ব সংবাদদাতা :

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বসুন্দিয়ার নৌকার মাঝি মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল ৩২৩৫ ভোটের ব্যবধানে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৫জানুয়ারি বুধবার নির্বাচনে কোন সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটে ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।আওয়ামীলীগের দলীয় ‘নৌকা প্রতীক’ নিয়ে মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল ১২১১৫ ভোট পেয়ে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুহিন খান পেয়েছেন ৮৮৮০ ভোট।

এবং ওয়ার্ড সদস্য হিসেবে ১নং ওয়ার্ডে মোঃ ইমরান হোসেন, ২নং ওয়ার্ডে মোঃ মিলন হোসেন, ৩নং ওয়ার্ডে শওকত জাহান সুপ্ত, ৪নং ওয়ার্ডে মোঃ আতিয়ার রহমান খান, ৫নং ওয়ার্ডে মোঃ কাদের, ৬নং ওয়ার্ডে মোঃ মাকিবুর রহমান, ৭নং ওয়ার্ডে মোঃ দবির হোসেন, ৮নং ওয়ার্ডে মোঃ মুজিবর রহমান, ৯নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে রাবেয়া সিদ্দিকী রিতা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মিসেস ফরিদা বাবর এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে রাহেলা খাতুন নির্বাচিত হয়েছেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।