নিজস্ব প্রতিনিধি: পঞ্চম ধাপের সাতক্ষীরা ১৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এপর্যন্ত প্রাপ্ত ফলাফলে আশাশুনির ১১টির মধ্যে শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ.লীগ), কুল্যা ওমর সাকী ফেরদৌস পলাশ ( বিদ্রোহী), দরগাহপুর শেখ মিয়ারাজ আলী (আ.লীগ), আশাশুনি সদর এস এম হোসেনুজ্জামান (আ.লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু ( বিদ্রোহী), বড়দল ইউনিয়ন জগদীশ চন্দ্র সানা ( বিদ্রোহী), খাজরা এসএম শাহনেওয়াজ ডালিম (আ’লীগ), আনুলিয়া রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ.লীগ)।
এছাড়া শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভুরুলিয়া জাফরুল আলম বাবু (আ.লীগ), শ্যামনগর সদর অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ.লীগ) ও ইশ্বরীপুর ইউনিয়নে অ্যাড. জিএম শোকর আলী (আ.লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ.লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী ( বিদ্রোহী) জয়ী হয়েছে।
এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮ টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।