অভয়নগরের বঙ্গবন্ধু স্বাধীনতা প্রজন্ম যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতী ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের বঙ্গবন্ধু স্বাধীনতা প্রজন্ম যুব সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। ৮ জানুয়ারী ২০২২ শনিবার পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসা ও পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে উভয় প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজয়ী হয়। সারাদিন চলে খেলাধুলা ও কিরাত ও গজল প্রতিযোগিতা। দুপুর গড়িয়ে বিকেলের মিষ্টি রোদের মধ্যে শুরু হয় নিমন্ত্রিত অতিথিদের আগমন ও মঞ্চে উপবেশন। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বঙ্গবন্ধু স্বাধীনতা প্রজন্ম যুব সংঘের সভাপতি তরফদার মাহফুজুর রহমান রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসনে বসেন নওয়াপাড়া পৌরসভার কমিশনার ফারুক হোসেন সাহেব। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দিন , মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান, সর্বজন শ্রদ্ধেয় জনাব ইসহাক আলী মাস্টার, মাস্টার শেখ আলী আহম্মেদ, পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এ এন এম এম মনিরুজ্জামান, জনাব এ্যাডঃ রওশন কবির টুটুলসহ প্রমুখ। এছাড়াও উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের নবনির্বাচিত সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ সমাজের উন্নয়ন, সামাজিক বন্ধন-প্রীতি বজায়ে রেখে সহিংসতা দূরীভূত করে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, স্বাধীনতার সুখ অনুভব করে জীবন অতিবাহিত করার আহবান করেন। অবশেষে সম্মননা স্মারক প্রদান এবং খেলাধুলা, কিরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অবশেষে মঞ্চস্থ হয় নাটক ” সাম্প্রদায়িক সম্প্রীতি “। অভিনয় করেন বঙ্গবন্ধু স্বাধীনতা প্রজন্ম যুব সংঘের সদস্যবৃন্দ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদ হাসান।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।