আল মামুন (স¤্রাট): সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মানুষের কাছে জলাবদ্ধতা যেন নিত্য দিনের সঙ্গী। গত বর্ষা মৌসুমে দীর্ঘ ৪-৫ মাস জলাবদ্ধতার মাঝে জীবনযাপন করেছে এই এলাকার মানুষ।
কয়েক দিন আগে রাস্তা ও বাড়ি থেকে পানি কিছুটা সরেছে কিন্তু এখনও জলাবদ্ধতা থেকে মুক্ত হয়নি এলাকার মানুষ। গতকাল গোপিনাথপুরের বয়োবৃদ্ধ সোনাভান বিবি মারা যান। এতে লাশ কবরস্থ করতে বিপাকে পড়েন স্বজনরা। বাধ্য হয়ে এলাকার জলাবদ্ধ কবরস্থানে কবর খুড়ে কলাগাছের উপরে মৃত দেহ রেখেই কবরস্থ করা হয়েছে।