সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ২ কেজি ৫৫০ গ্রাম রূপাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে উক্ত অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মোঃ মোরশেদ আলম (২২)। সে কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২ কেজি ৫৫০ গ্রাম রূপা, ৪ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবা। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানায় সোপর্দ এবং রুপার গহনাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃক সাতক্ষীরা সীমান্ত এলাকা হতে ১ জন বাংলাদেশী নাগরিকসহ ভারতীয় রুপার গহণা এবং বর্ণিত মাদকদ্রব্য আটক করার বিষয়টি ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ নিশ্চিত করেছেন।