ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন মাদ্রাসা ছাত্র নিহত

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ জন মাদ্রাসা ছাত্র ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৮ জানুয়ারি) দিন গত রাত ১২টা ৩০মিনিটে খুলনা-মোংলা মহাসড়কে কাটাখালী জুটমিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, একটি তিন চাকার যান – ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মাদ্রাসার ছাত্র ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালক সহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা অসংখ্য জনক।

নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি চালক।
তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাইওয়ে পুলিশ ও স্থানীরা।

মাদ্রাসার শিক্ষক গন জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেছিলেন। রাতে খুলনা থেকে তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। ঘটনা স্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী জানান, আমরা ঘটনাস্থল আছি আহত/নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়া কেউকে আটক করা সম্ভব হয়নি।ট্রাকটি আটকের যোর চেষ্টা চলছে।
এ ঘটনায় কেউ বাদী না হলেও আমরা বাদী হয়ে মামলা করব।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।