পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. সারোয়ার জাহান কাউসারকে টাকা ও ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার কর্মী ও সমর্থকরা।
জানা গেছে, সারোয়ার জাহান কাউসার স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১০৬ ভোট।
সারোয়ার জাহান কাউসার বলেন, সাধারণ মানুষ আমার মরহুম বাবাকে খুব ভালোবাসে। সেই থেকে বাবার মানবসেবা দেখেই আমি মানুষের সেবা করার সিদ্ধান্ত নেই। সেজন্যই ইউনিয়নের মানুষ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তারা আমাকে ভালোবেসে টাকার মালা ও ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। আমি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাব।