সাতক্ষীরা সদর উপজেলায় হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশনের ২৬তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ জানুয়ারী দিনব্যাপী হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলার ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্দিরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মো. আশরাফুজ্জামান, সহ-সভাপতি হাফেজ মাও. জায়েদ আব্দুল্লাহ্। অনুষ্ঠানে ইন্দিরা মাওলানা শামছুল হক হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযােগিতায় কুরআন প্রতিযােগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৫’শতাধিক কুরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা ও ৩০ পারা ভিত্তিতে কয়েক ভাগে বিভক্ত করে কুরআন প্রতিযােগিতা শুরু হয় এবং ১ম, ২য়, ৩য় স্থানে মনােনীত করে বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদাণ করা হয়
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …