ইবিতে পৌষ উৎসব

শাহীন আলম, ইবি প্রতিনিধি:

‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে পৌষ উৎসব-১৪২৮।

বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামানে এই উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন স্বাদের প্রায় অর্ধ শতাধিক রকম মুখরোচক পিঠাপুলি, র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন আয়োজনে এক ভিন্ন আমেজের সৃষ্টি হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ ও মীরা’র সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোঃ সারওয়ার মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ, সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রয়, সহকারী অধ্যাপক ফওজিয়া খাতুন’সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।