সাতক্ষীরার আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কদমতলা-টু আবাদেরহাট সড়কের পিচের রাস্তায় ইটভাটার বহন করা মাটিতে পিচের রাস্তাায় কাঁদায় পড়ে আহত ও হাত ভাঙ্গলেন আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনুর রহমান। বুধবার (১২ জানুয়ারি) সকাল অনুমান সাড়ে ৮টার দিকে সড়কের আবাদেরহাটের চার রাস্তারার মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি মজনুর রহমান। স্থানীয়রা জানান, বৈকারী সড়কের বাইপাস জামতলা মোড় হতে ভাদড়া মোড় সড়কে পিচের রাস্তা ও কাঁচা রাস্তায় অসংখ্যঅবৈধ যান্ত্রিক মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করে। আর এই মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি কাঁচা ও পিচের রাস্তায় পড়ে পরিনত হয় ধুলা-বালি সৃষ্টি হয়ে পরিবেশ দূষিত করছে। অন্যদিকে ঘন কুয়াশা ও বৃষ্টিতে পিচের রাস্তায় কাঁদা তৈরী হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সেই কাঁদায় পথচারীদের ভাঙ্গছে হাত, পা। তাছাড়া এসব অবৈধ ট্রাক্টরের চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এমনকি ট্রাক্টরের নেই কোনো বিআরটিএ’র অনুমোদন দেওয়া লাইসেন্স। এসব যানবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে সড়কে প্রায় সময় র্দূঘটনা ঘটছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বৃষ্টি হওয়ায় আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানসহ রাস্তার বিভিন্ন স্থানে মাটি বহনকারী ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি পড়ে থাকায় পিচের রাস্তার চিত্র পাল্টে গিয়ে কাঁদার রাস্তায় পরিনত হয়েছে। পিচের রাস্তায় কাঁদা হওয়ার কারণে রাস্তায় পথচারীরা চরম ঝুকি নিয়ে চলাচল করছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে আগরদাড়ী ৭নং ইউপি মেম্বার মজনুর রহমান পরিষদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে পৌছলে পিচের রাস্তায় পড়ে যাওয়া মাটির কাঁদায় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায় মজনুর রহমান। এতে তার ডান হাত ভেঙ্গে যায় এবং তার শরীরে বিভিন্ন স্থানে ফোলা রক্তাক্ত গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন। এব্যাপারে ভুক্তভোগি ও সচেতন মহল মাটি বহনকারী অবৈধ যান্ত্রিক ট্রাক্টর সড়কে চলাচল বন্ধের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।