বাগেরহাটে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

শীতে কষ্টে থাকা হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট পুলিশ সুপার কে, এম, আরিফুল হক। বুধবার (১২ জানুয়ারী) রাতে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স এলাকায় হিজড়া পল্লীর সকল হিজড়াদের এই কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম, উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্য গন।

কম্বল পেয়ে হিজড়াদের সর্দার রানী বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয় আমাদের। আজকে এস পি স্যার নিজে এসে আমাদের কম্বল দিয়েছেন। ফলে শীতে আমাদের কষ্ট পেতে হবে না।

বাগেরহাটের পুলিশ সুপার কে, এম, আরিফুল হক বলেন, শীতে মানুষ কষ্ট পাচ্ছে দেখে জেলা পুলিশের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। তাঁরই ধারাবাহিকতায় আজকে হিজড়া পল্লীতে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া সড়কের পাশে থাকা প্রকৃত অসহায়দেরও কম্বল দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Check Also

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।