যশোরের বসুন্দিয়ায় একই দিনে বালুবাহী ডাম্প ট্রাকেই ২টি সড়ক দুর্ঘটনা, নিহত ১

মো: রাসেল হোসেন, যশোর প্রতিনিধি:

যশোর সদরের বসুন্দিয়ায় আজ শনিবার বিকাল ৩টায় বসুন্দিয়ার শিল্প এলাকার নারিশ লিঃ এর সামনে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রতিবন্ধী ভ্যান চালকের নির্মম মৃত্যু হয়েছে।

জানা যায় বিকাল ৩টায় শারিরীক প্রতিবন্ধী ভ্যান চালক শরিফ (২৬), ২জন যাত্রী নিয়ে পদ্মবিলা যাওয়ার সময় বসুন্দিয়ার ঘুনির রাস্তা সংলগ্ন নারিশ লিঃ এর সামনে পৌছালে একটি নাম্বার বিহীন বালুবাহী ডাম্প ট্রাক শরীফের পিছন থেকে চাপা দেয়। এতে যাত্রী দুজন রাস্তায় ছিটকে পড়ে মারাতœক আহত হয় এবং প্রায় ২৫গজ দুরত্বে পিষে নিয়ে যাওয়ায় শরীফের দেহ কয়েক খন্ডে পরিণত হয়। তাঁর ভ্যানটি ভেঙ্গে চ্যাপ্টা হয়ে যায়।

উপস্থিত জনতা শনাক্ত করে বলেন শরীফ যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোড়লের ছেলে। মৃত শরীফ একজন শারিরীক প্রতিবন্ধী। দুর্ঘটনার খবর পেয়ে যশোর-খুলনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়।এদিকে বিকাল ৪টার সময় বসুন্দিয়ার নতুন মাছবাজার এলাকায় আরেকটি ডাম্প ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং আহত ভ্যান চালককে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট পাঠানো হয়।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।