সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হন।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার জাতপুরের পেয়ারাতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) ও শুকুর মোড়লের ছেলে জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এছাড়া আহত আবু তালেব (৭০) একই গ্রামের মোজাম মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মোটরসাইকেল আরোহী খুলনার চুকনগর থেকে তালার জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম জানান, ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Check Also

স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীও মারা গেলেন

কানাইলাল দাশ (৬৮) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।