নির্বাচন কমিশনের অসৌজন্যমূলক আচারণ: নিন্দা প্রেসক্লাব যশোরের

প্রেসবিজ্ঞপ্তি:

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে গিয়ে জেলা নির্বাচন অফিসে বিড়ম্বনার শিকার হচ্ছেন যশোরের পেশাদার সাংবাদিকরা। সহযোগিতার পরিবর্তে এ অফিসের পদস্থ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করছেন। সর্বশেষ রোববার অনুষ্ঠেয় ঝিকরগাছা পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ কার্ড সংগ্রহের জন্যে শনিবার ওই অফিসে গিয়ে জেলা নির্বাচন অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের দুর্ব্যবহারের শিকার হন একাধিক সাংবাদিক। নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিষয় ছাড়াও এ অফিসে নাগরিকসেবা নিতে আসা সাধারণ মানুষও প্রতিনিয়ত হয়রাণির শিকার হবার অভিযোগ রয়েছে।

সাংবাদিক হয়রাণি ও তাদের সাথে অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান। তারা এক বিবৃতিতে এহেন নিন্দনীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।