শাহীন আলম, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে দিশা ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সদরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। পরে প্রশিক্ষক হিসেবে বক্তব্য প্রদান করেন কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বিপিএম (বার)।
সেমিনার উদ্বোধন করেন মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া (অপরাধ ও প্রশাসন)। এসময় তিনি বলেন, হতাশা থেকে মানুষ জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাচ্ছে। এর থেকে আমাদের বিরত থাকতে হবে। পশুর আছে পাশবিকতা আর মানুষের আছে মানবিকতা আর আমাদের এই মানবিকতা ও বিবেক দিয়ে নিজেরদেরকে বিচার করে জঙ্গিবাদ থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, আজকের সেমিনারের প্রতিপাদ্য ‘সন্ত্রাসকে না বলুন, নিজে সচেতন হবো অন্যকে সচেতন করবো।’ এই বাণী আমরা চতুর্দিকে ছড়িয়ে দিবো এবং সংক্রামক ভাইরাসের মত করে ছড়িয়ে দিবো।
এর আগে সেমিনারে বক্তব্য প্রদান করেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান।