চারিদিকে যা দেখি তাই যেন
সুন্দর মনে সুন্দরে রূপ,
তবে কেন তুমি অনৈতিক এই
অসৌন্দর্যের মাঝে থাকো চুপ?
আড়ালে থাকো তাই জমে গেছে
শোষনে ঘেরা আইনের স্তুপ,
তুমি জাগ্রত হলেই জাগ্রত হবে
গণতন্ত্র নৈতিকতার রূপ।
চারিদিকে যা দেখি তাতেই শুধু রাহাজারি
ক্ষমতাশীলদের নেতিবাচক বানী
এই অসভ্যতাকে করতে হব সভ্য সুন্দরে অগ্রগামী
তুমি কি পারবে না হতে ইতিবাচক সংগ্রামী?
যদি থাকতো আজ সব নারী পর্দায় চুপি
যদি হতো আজ সব ধর্ষণকারীদের বস্ত্রহানী
যদি থাকতো রাষ্ট্রশিখায় এই আইন জারি
তবে কি হতো না সব,সুন্দর রূপী?
সুন্দর বলতে বলতে চলে গেছে সব
অসুন্দরদের কালো হাতে,
অনৈতিক আইন বানোয়াট করে যারা
পাড়ি দিচ্ছে সুন্দর বলে,
পিপাসায় কাতর ক্ষমতার লোভে যারা
ভুলে গেছে গণতন্ত্রকে,
তুমি কি পারবে না এই অসুন্দরদের
মাঝে যোগ্য হতে?
এই অসহ্য সুন্দর যদি হয় আশানুরূপি
সবার অধিকার যদি হয় সাম্যময়ী
ধর্ম বর্ণ নির্বিশেষে যদি হাসে সব পথচারী
যদি সুন্দর ফুলের সুবাসে হয় সব জয়ী
সৌন্দর্যের রূপ তবেই হবে সুন্দর রূপী।
Check Also
সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল আটক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার …