শাহীন আলম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে “ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতির প্রতি কমলা দাসের মনোভাব: নারীবাদী দৃষ্টিকোণ থেকে তার কবিতার একটি সমালোচনা মূলক অধ্যায়ন” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহাদাত হোসাইন আজাদ। অনষ্ঠানটির সুপারভাইজ করেন অধ্যাপক ড. মোছা: সালমা সুলতানা। সেমিনারে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ ইসমেত জেরিন খান
ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতির প্রতি কমলা দাসের মনোভাব: নারীবাদী দৃষ্টিকোণ থেকে তার কবিতার একটি সমালোচনা মূলক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।