যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মো: রাসেল হোসেন,নিজস্ব প্রতিনিধি:

যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার এ অভিযান চলে।

আজ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালীদ বিন হাবিব অভিযান পরিচালনা করেন। এ সময় নওয়াপাড়া স্টেশন এলাকার মুহাম্মদ আলী শাহ সড়কের শাহ্ আমিন বেকারিতে ১০ হাজার, গরুহাটের মদিনা বেকারিকে ৮ হাজার, নড়াইল মিষ্টান্ন ভান্ডার ও হোটেলকে ২ হাজার ও নূরবাগ স্বাধীনতা চত্বরের সার ও কীটনাশক বিক্রেতা মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ওয়ালীদ বিন হাবিব বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা নগদ জরিমানা করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।