নিজস্ব প্রতিনিধি : অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শহরের রেজিস্ট্রি পাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ডা.একে এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদস্য সফিউর রহমান, আব্দুল আজিজ, নাজিরা বেগম ও আরিফুর রহমান প্রমুখ। এসময় অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …