সাতক্ষীরায় সড়কের উন্নয়ন প্রসঙ্গ নিয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সড়কের উন্নয়ন বিষয়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাহী প্রকৌশলী’র কার্যালয়ে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র ঐকান্তিক প্রচেষ্টায় বিনেরপোতা থেকে আশাশুনি কানেন্টিং রোড আরএমএমএসএ ডাটাবেজে অন্তভূক্ত হয়েছে এবং সেই সাথে শহরের লাবনী মোড় হতে বাঁকাল চেক পোস্ট পর্যন্ত ফোর লেন রাস্তা নির্মাণ কাজ অনুমোদন হয়েছে। তিনি আরো বলেন, বিশ^ ব্যাংকের সহযোগিতায় ভোমরা সড়ক হতে যমুনা সেতু-ভায়া যশোর-নাভারন ৬ লেন রাস্তার অনুমোদন হয়েছে। লাবনী মোড় হতে লাবসা বাইপাস সড়ক এই প্রকল্পের আওতায় সংযোগ করার জন্য জোর দাবী জানান জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং সেই সাথে জেলার অন্যান্য জনগুরুত্ব¡পুর্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন বিষয়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী সদস্য মো. আবুল কালাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।