যশোরের বসুন্দিয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনসমাগমের আয়োজন: জনপ্রতিনিধিদের ক্ষোভ প্রকাশ!

নিজস্ব প্রতিনিধি :

মহামারি করোনায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে শীতবস্ত্র বিতরণের নামে জনসমাগমের আয়োজন করেছে যশোর সদরের বসুন্দিয়ার একটি বিতর্কিত সংগঠন। বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডের পাশেই ঐ সংগঠন কর্তৃক আজ শনিবার বিকাল ৩টায় এই আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এতে সাধারণ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহলের মাঝে আতঙ্ক ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন মহলের পক্ষ থেকে এই অনুষ্ঠান বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসুন্দিয়া মোড়ে একটি বিতর্কিত সংগঠন আছে। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে না পারলেও মাঝে মধ্যে মানুষের ভাগ্য পরিবর্তনের নামে এলাকার ব্যাংক, বীমা, এনজিও সংস্থাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে কখনও শীতবস্ত্র বিতরণ কখনও বা শিক্ষার্থীদের পড়াশোনার সামগ্রী বিতরণের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও অদৃশ্য ভাইরাস করোনা মহামারি আকার ধারণ করেছে। এই কারণে করোনা থেকে দেশবাসিকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার, দুরত্ব বজায় রাখা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সকল ধরণের সমাবেশ বন্ধসহ বেশ কিছু নিয়মনীতি ও বিধি নিষেধ জারী করেছে সরকার। কিন্তু বসুন্দিয়ার ঐ সংগঠনটি সরকারী নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শীতবস্ত্র বিতরণের নামে জনসমাগমের আয়োজন করেছে। আর এই সকল অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই সেখানে যেতে আগ্রহী নন। কিন্তু বিতর্কিত ঐ সংগঠনের কর্মকর্তারা সারা বছরে সংসার চালানোর খরচ ওখান থেকেই যোগাড় করতে হবে বলে বরাবরের মত এবারও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই ব্যাপারে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন ‘করোনা মহামারির এই দূঃসময়ে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আরোপিত বিধিনিষেধকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। আমি ঐ অনুষ্ঠানে কোনভাবেই অংশ গ্রহন করব না’। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু বলেছেন ‘প্রতিবারই এমন আয়োজনের অন্তরালে একটা অর্থ বানিজ্য লক্ষ করা যায়। আমি এই ধরণের কর্মসূচী সমর্থন করিনা’। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকির হোসেন বলেন ‘এখনকার সময়টা এধরণের আনুষ্ঠানিকতার প্রতিকূলে, আমার পক্ষ থেকে কোন সহযোগীতা করা সম্ভব নয়। অনুষ্ঠান করতে হলে আয়োজক কমিটিকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএসবি’র অনুমোদন নিতে হবে’।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।