সাতক্ষীরায় প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার ভোর রাত ৪ টার দিকে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রীল ভেঙে সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, ৮০ হাজার টাকা , একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের অস্ত্রাঘাতে প্রকৌশলী আব্দুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ, র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান, রাত ৪ টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত জ্বানালার গ্রীল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমে তারা তার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রাম-দা দিয়ে আঘাত করে। তিনি মারাত্বক জখম হন। এসময় সবার হাতে রাম দা ছিলো। তারা একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে এবং মোবাইল গুলো নিয়ে নেয়। অস্ত্রেরমুখে তাদেরকে জিম্মি করে আলমারীর চাবিনিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদের বয়স ২০ থেকে ২৫ বসরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। তারা যাওয়ার সময় হুমকী দিয়ে বলেগেছে , কাউকে বললে পরবর্তীতে তাদের ছেলে মেয়েদের অপহরন করা হবে। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী শাম্মা বিনতে রাশীদ (৩০) জানান, ২৫ দিন আগে তিনি আমেরিকা থেকে বাড়িতে ফিরেছেন। তার মা ও চাচির গায়ে যত গহনা ছিলো সবই ডাকাতরা কেড়ে নিয়ে গেছে। এছাড়া আলমারীতে যেসব গহনা ও টাকা ছিলো তাও নিয়ে গেছে। সমস্ত বাড়ি তছনছ করেছে দুর্বৃত্তরা। ডাকাতরা সবাই যুবক। ঘরের ভিতর ৬/৭ জন প্রবেশ করে। ঘরের বাইরে ছিল আরও ৪/৫ জন। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) জানান, বাড়িতে আমরা ৮জন ছিলাম। তারা সবার হাত বেঁধে ফেলে। রাম-দা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিলো তাদের হাতে। প্রায় ১৫ ভরি স্বর্ণাংকার, নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা , একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়েগেছে। যাওয়ার সময় মোবাইল গুলো ঘরের ভিতর ফেলে রেখে গেছে তারা। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলার প্রস্তুতি নিয়েছে।এ দিকে আশাশুনি উপজেলার আনুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল জানালার গ্রিল ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রবিবার দিবাগত গতীর রাতে আনুলিয়ার রাজাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। বাড়ির মালিক রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর পুত্র আবু সাইদ গাজি জানান, ‘তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার রাতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স থাকা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ অলংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুটি বোমা নিক্ষেপ করে ডাকাত দল।’খবর পেয়ে আশাশুনি থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।