তালা পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা জেলার তালা উপ-শহরের বেহাল দশা হতে মুক্তি’র লক্ষে ও পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদের সামনে তালা পৌরসভা বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য ও শিক্ষকনেতা মোস্তাফিজুর রহমান তিতু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আওছাফুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, আব্দুল আলিম, শেখ সাজ্জাত হোসেন, জুলফিক্কার আলী আকুজ্ঞী, হযরত আলী, আব্দুর রব, মনিরুজ্জামান মনি ও ছাত্রলীগনেতা নুরহোসেন রাজন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, তালা উপশহর দীর্ঘদিন অবহেলিত। তালা কাঁচা বাজারের অবস্থা আরও ভয়াবহ। বর্ষা মৌশুমে উপ-শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ থাকে। যাতায়াতের অসুবিধা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসমস্যা হতে মুক্তির একমাত্র পথ হলো তালা উপশহরকে পৌরসভা ঘোষণা করা।

তালা কলারোয়ার সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলের কাছে তালা উপশহরকে পৌরসভা ঘোষণার আহবান জানান তারা।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।