তুর্কি সাইপ্রাসের আইনসভা নির্বাচনে ডানপন্থী জাতীয়তাবাদী দল ইউবিপি জয়ী হয়েছে। এ তুরস্কপন্থী দলটি তুর্কি সাইপ্রাসের অধিকাংশ সাইপ্রিয়টদের ভোট পেয়েছেন। তুর্কি সাইপ্রাসের নির্বাচন কমিশনের ফলাফল অনুসারে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
তুর্কি সাইপ্রাসের ডানপন্থী জাতীয়তাবাদী দল হলো ‘দ্যা ন্যাশনাল ইউনিটি পার্টি’ (ইউবিপি)। তুরস্কপন্থী এ দলটির প্রধান নেতা হলেন এরসিন তাতার। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের একজন ঘনিষ্ঠ মিত্র।
তুর্কি সাইপ্রাসের আইনসভা নির্বাচনে এরসিন তাতারের দল ইউবিপি মোট ভোটের ৩৯.৫ শতাংশ ভোট পেয়েছে। এর মাধ্যমে তুর্কি সাইপ্রাসের পার্লামেন্টে এ দলটির শক্তি বেড়েছে। কারণ, ইউবিপি পার্লামেন্টের মোট ৫০ আসনের মধ্যে ২৪ টিতে জয় পেয়েছে।
এর আগে ২০১৮ সালে তুরস্কপন্থী ইউবিপি দল একটি রাজনৈতিক জোট গঠনের মাধ্যমে ক্ষমতা পেয়েছিল। তুর্কি সাইপ্রাসের আইনসভা নির্বাচনে বামপন্থী দল সেন্ট্রাল লেফট রিপাবলিকান তার্কিস পার্টি (সিটিপি) মোট ৩২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এছাড়া তারা পার্লামেন্টের মোট ৫০ আসনের মধ্যে ১৮ টিতে জয় লাভ করেছেন।
সূত্র : আল-জাজিরা