সাতক্ষীরা প্রতিনিধি: একটা ভালো বন্ধু একগাধা সম্পদের চেয়ে অধিক দামী” এই কথা প্রমান করে নিজের জীবন মৃত্যুর সাথে অলিঙ্গন করে চলে গেলেন না ফেরার দেশে। খুলনার বাল্যবন্ধু ও সহপাঠী মুসলিম ধর্মের বন্ধু পিয়ালের(১৮) মৃত্যুর শোক শোহাতে না পেরে মঙ্গলবার রাতে আতœহত্যা করলেন পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মোহন কুমার ঘোষের একমাত্র পুত্র শান্তনু(১৮)ঘটনা সূত্রে জানাযায়, শান্তনুর কলেজ বন্ধু খুলনার সেন্টাল রোডের বাসিন্দা রবিউল ইসলাম বিশ্বাসের একমাত্র পুত্র পিয়াল(১৮) ১৬ই ডিসেম্বর ডুমুরিয়া হাইওয়ে রোডের কাছাকাছি স্থানে মোটরসাইকেল-নছিমনের সাথে এক্সিডেন্টে মারা যায়। শান্তনু ও পিয়াল এক সাথে দীর্ঘদিন খুলনা জেলা স্কুল ও খুলনা সিটি কলেজ এ লেখাপড়া করছিলেন এই সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠে।গত ১৬ই ডিসেম্বর প্রিয় বন্ধু পিয়ালের মৃত্যুতে মনোবল ভেংগে পড়ে শান্তুনুর। ওই শোক কাটাতে না পেরে মঙ্গবার রাতে গলায় রশি দিয়ে নিজেই আতœহত্যা করেন। পরিবার সূত্রে যানা গেছে ২ভাই বোনের মধ্যে শান্তনু বড় ছিলো ও তার বাবা খুলনা ফুড অফিসে চাকুরী করতেন। তাহার বাবার সাথে খুলনার সোনাডাঙায় পরিবারের সাথে থাকতেন। খুলনার বন্ধু পিয়াল ছিলেন মুসলিম ধর্মের ও শান্তনু ছিলো হিন্দু ধর্মের। এই ধরনের মৃত্যু খুলনা ও পাটকেলঘাটা এলাকাবাসী কোন রকমেই মানতে পারছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …